• Sun. Sep 15th, 2024

শোক হোক শক্তির প্রেরণা (মেহেরুন নেসা রশিদ)

ইতিহাস আপন মহিমায় উদ্ভাসিত আকাশের চাঁদের মত,
মর্মান্তিক শোকাবহ ঘটনায় হতভন্ব কান্না শত শত।
কিছু পথভ্রষ্ট সামাজিক বেঈমান নির্মম ঘটনা ঘটালো,
জাতির ললাটে কলঙ্ক লেপন করে ভুবন থেকে হটালো।
অকৃতজ্ঞ এই বাঙালিরা কি রক্ত মাংসের মানুষ ?
জাতির জনককে হত্যা করে হলো কি বীরপুরুষ ?
স্বপরিবারে হত্যা করে চেয়েছিল নিঃশেষ করে দিতে,
চরমভাবে ব্যর্থ হয়েছে তারা কন্যা প্রতিশোধ নিতে।
বিধাতা বাঁচিয়ে রেখেছেন শক্তির আধার কর্মে ও সাধনায়,
কন্যারা বাঁচুক ডিজিটাল বাংলাদেশ গড়তে সবার শুভ কামনায়।
হত্যাকারীরা নিক্ষিপ্ত হয়েছে বাংলার ইতিহাসের আস্তাকুঁড়ে,
মুজিববর্ষকে সামনে রেখে অঙ্গিকার সব দুঃখ যাক দূরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *