• Tue. Sep 17th, 2024

১৯ বছর বয়সে যেমন ছিলেন প্রিয়াংকা চোপড়া

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া এখন হলিউড দাপিয়ে বেড়াচ্ছেন। একসময়ের ‘দেশি গার্ল’ এখন ‘আন্তর্জাতিক আইকন’। তারই মধ্যে স্মৃতির পাতা উলটে নস্টালজিক হয়ে পড়লেন এই তারকা সোশ্যাল মিডিয়ার ১৯ বছর বয়সের একটি ছবি শেয়ার করেছেন প্রিয়াংকা চোপড়া। যেখানে তাকে সাদা বিকিনি ও ট্রাউজার পরে থাকতে দেখা যাচ্ছে সঙ্গে কপালে ছােট টিপও পরেছেন যাকে বলে কিনা ইন্দো-ওয়েস্টার্ন লুক। ছবির ক্যাপশনে প্রিয়াংকা লিখেছেন, “লজ্জা শব্দটা সে কোনাে দিনও শোনেনি। বছর ১৯-এর ছবি হ্যাশট্যাগে দিয়েছেন #বিন্দিঅ্যান্ডবিকিনি। গত জানুয়ারি মাসে ১৭ বছরের সময়ের একটি ছবিও পােস্ট করেছিলেন এ নায়িকা। যেখানে তাকে বেলবটম জিন্স ও ডেনিম জ্যাকেটে দেখা গিয়েছিলো সঙ্গে হাই হিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *