শহর প্রতিনিধি : নানা আয়োজনে পাবনায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।”পুষ্টি পরিবেশ ও আর্থ সামাজিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প’ প্রতিপাদ্য নিয়ে সকালে র্যালী বের হয়। পরে জেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স। বক্তব্য কালে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও দুগ্ধ সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছেন। আজকের দুগ্ধ দিবসের মাধ্যমে সারাদেশে আলোচনা চলছে। দেশ নানাভাবে অনেক উন্নয়ন হয়েছে। দুধের দাম বাড়ার দরকার নাই। খাদ্যের দাম না বাড়লেই হবে। ফিড মালিক ও ব্যবসায়ীদের ভাবতে হবে কিভাবে দেশে দুগ্ধ খামারীদের বাঁচানো যায়। খামারীদের দাবি সংসদে উত্থাপন করা হবে বলে জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য দেন, সংরক্ষিত নারী সাংসদ নাদিরা ইয়াসমিন জলি, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, চাটমোহর উপজেলা চেয়ারম্যান ও জেলা ডেইরী ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুল হামিদ মাস্টার। স্বাগত বক্তব্য দেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আল মামুন হোসন মন্ডল। জেলা ও সদর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা, খামারী, সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন।