শিল্পসচিব কে এম আলী আজম গতকাল রবিবার কালের কণ্ঠকে বলেন, ২০১৬ সালে দেশের প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় জামদানি, ২০১৭ সালে ইলিশ ও ২০১৯ সালে ক্ষীরশাপাতি আম। অনেক লম্বা দাপ্তরিক প্রক্রিয়া শেষে গত ফেব্রæয়ারিতে ঢাকাই মসলিন, রাজশাহীর সিল্ক, রংপুরের শতরঞ্জি, দিনাজপুরের কালিজিরা, কাটারিভোগ ও বিজয়পুরের সাদা মাটি বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতির সব দাপ্তরিক কাজ চূড়ান্ত হয়েছে। তবে সরকারের পক্ষে এখনো ঘোষণা দেওয়া হয়নি। আগামী মাসের মধ্যে ঘোষণা দেওয়ার পরিকল্পনা আছে।