সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডাররা এবং ভুটান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব অপারেশনস সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) সেনাবাহিনীর সদর দফতরে সাক্ষাৎ করেন তারা। সাক্ষাতের সময় ফোর্স কমান্ডাররা পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও চলমান শান্তিরক্ষা কার্যক্রমে উদ্ভূত চ্যালেঞ্জগুলো এবং তা মোকাবিলায় করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।