মজিদ মাহমুদ
তুমি তো নও কেবল রক্ত মাংস পিতা এই বাঙালির
তোমার জন্য সব বাঙালির বিশ্বসভায় উচ্চ শির
তোমার কণ্ঠ একটি কণ্ঠ হাজার মুজিব চতুর্দিক
তোমার ডাকে জাগল মনুষ রক্ত দিল বুকের ঠিক
হানাদারের কারাকক্ষ পারেনি যাঁর রক্ত ছুঁতে
উড়িয়ে গেল পাকবাহিনী মহামানবের মুখের ফুঁ-তে
স্বাধীন দেশের অর্থনীতি সমাজতন্ত্র লাল সালাম
ভাবতে ছিলে হয়তো তুমি কৃষক-শ্রমিক নয় গোলাম
কিন্তু যারা স্বার্থন্বেষী দেশ বিদেশে হারামখোর
তোমায় নাশে জোট বাঁধত ভদ্রবেশি সকল চোর
কালের পিতা সে-সব কথা তোমার ত্যাগের মহিমায়
উত্তরণের পথের দিশা শোকের ভেতর আমরা পাই
কিন্তু যারা কপটাচারী তোমায় নিয়ে বাদানুবাদ
ভুলিয়ে দিতে চাচ্ছে যারা তোমার ভাষার প্রতিবাদ
নিজের দলের অত্যাচারে দেশের মানুষ করছে পর
স্বর্গ থেকে চেঁচিয়ে ওঠো- হে পিতা শেখ মুজিবর
ব্যাংকে টাকা লুটছে যারা শেয়ারবাজার করছে মাত
তুমি তাদের করো না ক্ষমা তুমি থেক না তাদের সাথ
যারা ধর্ষক ক্ষমতালোভী বিচারহীন এক রাজ্য চায়
তারাই তোমার হত্যাকারী তারাই তোমায় ভাঙিয়ে খায়
নিজের দেশের অর্থনীতি অন্য দেশে করে পাচার
সে-সব মানুষ তোমার নামে ফন্দি আঁটে পিঠ বাঁচার
গর্জে ওঠো আবার পিতা তর্জনির ওই ইঙ্গিতে
ভয় ধরে যাক কাঁপন উঠুক লুটেরাদের সঙ্গীতে