ক্ষীণ একটা আলোর বক্ররেখা অনুসরণ ক’রে
অনেকটা পথ এগিয়ে এসেছি
রাতের আয়ু শেষ হয়ে আসছে
তোমার হাতে হাত রেখে দু’চোখ মেলেছি-
জল নয় বাদামি রোদ টলমল করছে সমুদ্রবক্ষে
আমার খাট বিছানা লেপ তোষক রোদে রোদাক্কার
নরম রোদ মেখেছি আপাদমস্তক
শেষরাতে ধীরে ধীরে ডুবে যাচ্ছি রোদের অতলে
স্মৃতির নোঙর ফেলে
স্টারফিস জেলিফিস অগুন্তি ঝিনুকের সঙ্গে নিঃশ্বাস নিই প্রাণভরে
হলুদ বুদবুদ ফেটে গিয়ে
আমার সারা গায়ে ছড়িয়ে পড়ে তোমার গন্ধ
নোনা গন্ধ
প্রতিরাতে দু’চোখ বুজে সমুদ্রগহŸরে সুর্যোদয় দেখি আমি।