বর্তমান পরিস্থিতি বিবেচনায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে করোনা মোকাবিলায় কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসী নেতৃত্বে পরিস্থিতি মোকাবিলা করে যাচ্ছে বাংলাদেশ। ওবায়দুল কাদের বলেন, ‘পৃথিবীব্যাপী যে করোনা মহামারি চলছে, তা বাংলাদেশেও আঘাত এনেছে। মহামারির এই সময়ে অপরাজনীতি পরিহার করে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। করোনার এই দিনে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে।