• Mon. Sep 9th, 2024

বাংলাদেশ পেল আরো ছয় ‘নিজস্ব পণ্য’

শিল্পসচিব কে এম আলী আজম গতকাল রবিবার কালের কণ্ঠকে বলেন, ২০১৬ সালে দেশের প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় জামদানি, ২০১৭ সালে ইলিশ ও ২০১৯ সালে ক্ষীরশাপাতি আম। অনেক লম্বা দাপ্তরিক প্রক্রিয়া শেষে গত ফেব্রæয়ারিতে ঢাকাই মসলিন, রাজশাহীর সিল্ক, রংপুরের শতরঞ্জি, দিনাজপুরের কালিজিরা, কাটারিভোগ ও বিজয়পুরের সাদা মাটি বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতির সব দাপ্তরিক কাজ চূড়ান্ত হয়েছে। তবে সরকারের পক্ষে এখনো ঘোষণা দেওয়া হয়নি। আগামী মাসের মধ্যে ঘোষণা দেওয়ার পরিকল্পনা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *